পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি নাগরিকদের ভারত ভিসা দেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করছি, ভারত তাদের সিদ্ধান্ত জানাবে, আমাদের সঙ্গে কার্যকলাপ বাড়াবে, যেন লোকজন যারা ভারত যেতে চান, তারা ভিসা পান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু একেবারে আমাদের অবস্থান। আমি বিভিন্ন সময়ে বলে আসছি ভালো কাজের সম্পর্ক চাই। আর এটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে করতে চাই। এই অবস্থানটা প্রধান উপদেষ্টা বলেছেন। আমাদের প্রথম থেকে একটা স্পষ্ট অবস্থান আছে, এটা তারই প্রতিফলন। বাকিটুকু দেখা যায়, দুই পক্ষের স্বার্থ আছে। সেই স্বার্থ সেই বিবেচনায় সম্পর্ক এগিয়ে যাবে।
২৯ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দুই দেশের সম্পর্ক খারাপ হবে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমার মনে হয় না। বিষয়টা হলো প্রেসিডেন্ট শুধু এটা বলেছেন, কোনো বিস্তারিত তথ্য দেন নাই বা প্রশ্ন করেন নাই। আমরাও দেখেছি যে, আসলে এ রকম কোনো কিছু নেই। কাজেই এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই।