ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই ও বাড়ি লুটতরাজ করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র। এ ব্যাপারে সোমবার রাতে দাদন মাতুব্বরের ছেলে মো. রেজাউল করিম বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন। জানা যায়, চর মানাইর এলাকার ব্যবসায়ী মো. দাদন মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী বদরুদ্দিন হাজির দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ। এর জেরে সোমবার সকালে বদরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালান। তারা তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক, ২০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল ও সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন (খোকন)। এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।