শীতের আমেজ না কাটতেই গতকাল রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে ঝড়বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুপুরের পর থেকে পর্যায়ক্রমে বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় দমকা হাওয়া এবং বজ্রপাতের খবরও পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি প্রাক-বর্ষার বৃষ্টি। আজ এর পরিধি এলাকাভিত্তিক আরও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে শিলা পড়ার আশঙ্কাও রয়েছে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাস পুরোটাই আমরা শীতকাল ধরি। তবে এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। একে আমরা ‘প্রি মনসুন রেইন’ (প্রাক-বর্ষার বৃষ্টি) বলি। এটি আরও পরে শুরু হওয়ার কথা। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এ বৃষ্টি আগেভাগেই দেখা দিচ্ছে। কাল এবং পরশুও বৃষ্টি চলমান থাকার সম্ভাবনা। পর্যায়ক্রমে বৃষ্টির পরিধিও বাড়তে পারে। আর কাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকাল পর্যন্ত ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে সন্ধ্যার পর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে। সে অনুযায়ী অনেক বিভাগেই কম-বেশি প্রাক-বর্ষার বৃষ্টি হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার (আজ) দেশের কয়েকটি বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ওইদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া সোমবার (কাল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।