চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তের ওপারে নিহত বারিকুলের লাশ ১৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। নিহত বারিকুল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সোনামসজিদ সীমান্তের শূন্যরেখায় লাশটি হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, বিএসএফ, পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, লাশটি ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল এবং লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ জামান জানান, কীভাবে বারিকুল নিহত হয়েছেন তা জানা নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তার লাশ পাওয়া যায় এবং মঙ্গলবার বিএসএফ লাশটি ফেরত দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০-এর ২ এসএস ও ১০-এর ৪ এসএস-এর ভারতের অংশে বারিকুলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ নিয়ে যায় বিএসএফ।
অন্যদিকে স্থানীয় একটি সূত্র জানায়, বারিকুল চোরাচালানের জন্য ভারত গেলে দেনাপাওনাকে কেন্দ্র করে তাকে হত্যা করে লাশ সীমান্তে ফেলে রাখা হয়।