জুলাই বিপ্লবের স্বীকৃতি, তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ছাত্র-জনতার আন্দোলনে আহতরা। গতকাল বেলা আড়াইটায় তাঁরা শাহবাগ মোড় আটকে বিক্ষোভ দেখান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর বলেন, শাহবাগ মোড়ে তাঁদের অবস্থানের কারণে সড়কের এক পাশের গাড়ি চলাচলে অসুবিধা হয়। তবে অন্য পাশে যান চলাচল স্বাভাবিক ছিল। আহতদের তিন দফা দাবি হলো দুটি ক্যাটাগরি করে আহতদের স্বীকৃতি দেওয়া, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁদের জন্য হটলাইন নম্বর চালু করা।
জুলাই বিপ্লবে সুমন নামে এক আহত বলেন, তাদের তিন-চারটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এর মধ্যে দুটি ক্যাটাগরি ভাতা পাবে। বাকিদের ভাতা দেওয়া হবে না। এটা বৈষম্য। আমরা চাই সব আহতকে দুটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা নিশ্চিত করা হোক। আমরা যখন উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছিলাম তাঁরাও এ রকমটা জানিয়েছিলেন।
জানা গেছে, প্রতিটি শহীদ পরিবার এককালীন পাবে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক শহীদ পরিবার মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে পাবেন অগ্রাধিকার। আহতদের বলা হবে জুলাই যোদ্ধা। ‘জুলাই যোদ্ধারা’ দুটি মানদে চিকিৎসা পাবেন। গুরুতর আহতদের ‘ক্যাটাগরি এ’ অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দেওয়া হবে ২ লাখ টাকা। ৩ লাখ টাকা দেওয়া হবে ২০২৫-২৬ অর্থবছরে। গুরুতর আহতরা মাসিক ২০ হাজার টাকা ভাতাও পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। মেডিকেল বোর্ডের সুপারিশ থাকলে চিকিৎসার জন্য পাঠানো হবে দেশের বাইরে। তাঁরা কর্মসংস্থানের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও পাবেন। ‘ক্যাটাগরি বি’ অনুযায়ী জুলাই যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ এবং পরের অর্থবছরের দেওয়া হবে ২ লাখ টাকা। তাঁরা মাসে ভাতা পাবেন ১৫ হাজার টাকা। কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি-আধাসরকারি চাকরিতে অগ্রাধিকারও পাবো। জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। তাঁরা পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধা নিতে পারবেন। এখন পর্যন্ত জুলাই বিপ্লবে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে।