মেঘনা নদীতে প্রায় ৮ মণ (৩১০ কেজি) ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধরা পড়েছে। স্থানীয়ভাবে এ মাছটি শাপলাপাতা এবং পানপাতা নামে পরিচিত। আর বিদেশিদের কাছে এটি রেফিন বা স্টিং ফিশ নামে পরিচিত বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার।
গতকাল সকালে জেলেরা মাছটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে এলে এটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এত বড় মাছ কোথায় কোথায় ধরা পড়েছে এ প্রসঙ্গে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বলেন, ওই মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। পরে মাছটি পিকআপ ভ্যানে করে ওই বাজারে নিয়ে আসেন সংশ্লিষ্ট জেলেরা। ১ লাখ ২০ হাজার টাকায় কিনে মাছটি কেটে ৭০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।