হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন অরণ্যে দেখা মিলেছে বিলুপ্ত প্রজাতির একটি বিরল ভালুকের। সম্প্রতি হারিস দেব বর্মা নামের এক স্থানীয় শৌখিন ফটোগ্রাফারের ক্যামেরায় এ ভালুকের ছবি ধরা পড়ে। বন বিভাগের ধারণা, ভালুকটি এশিয়াটিক ব্ল্যাক জাতের বিলুপ্তপ্রায় প্রজাতির। এরা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এ প্রজাতির ভালুক সচরাচর দেখা যায় না। এ ছাড়া একই প্রজাতির আরও ভালুকের সন্ধান মিলেছে বনের গহিনে। তিনি বলেন, তবে ঠিক কতটা আছে তা বলা যাবে না। এ বিট কর্মকর্তা জানান, পর্যটকদের উদ্যানের ভিতরে প্রবেশে নিরাপত্তা ঝুঁকি বিষয়েও সতর্ক করছি। তবে এখন পর্যন্ত ভালুক দ্বারা কেউ আক্রান্ত হননি। এ ছাড়া যারা বনের গহিনে ট্যুরে যান তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের গাইড সঙ্গে থাকে।