খুলনার লবণচরা সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে ১০ ভরি ওজনের স্বর্ণের বারসহ গোবিন্দ চন্দ্র দাস (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শরীয়তপুরের চন্দনকর রুদ্রগড় ইউনিয়নের যুগল চন্দ্র দাসের ছেলে। একই সময়ে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
পুুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্র দাসকে দুই পিস (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা। তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ছাড়া মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্য দিয়ে স্বর্ণ চালান করা হবে- এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫-এর কাছে অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহভাজন নুর হোসেনকে আটক করে বিজিবি। পরে তাকে তল্লাশি করে তার কোমরের সঙ্গে প্যান্টের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে। স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ও নুর হোসেনকে মামলাপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।