জার্মানির জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন রক্ষণশীলরা। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ফ্রিডরিখ মেৎস দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন। তাদের এ জয়ের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জার্মানির জনগণ ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্য-বাম সরকারের নীতি প্রত্যাখ্যান করেছে।
রবিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই জার্মানির জনগণ এত বছর ধরে প্রচলিত সাধারণ এজেন্ডাবিহীন, বিশেষ করে জ্বালানি এবং অভিবাসন বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে। জার্মানির জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’ এদিকে নির্বাচনে জয়ে মেৎসকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রসঙ্গত, রবিবার জার্মানিতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।-খালিজ টাইমস