অভিষেকের আগে নিজের ক্ষমতায় ফেরা উদ্যাপনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গতকাল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি শপথ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন। গতকাল ভোরে তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন। তাঁকে আনতে বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিমান পাঠান; তাতে চেপে ট্রাম্পের সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তাঁর স্বামী জ্যারেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিমানবন্দর থেকে ট্রাম্প যান তাঁর ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে। সেখানে কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির অনুকরণকারী লিও ডেজ গানে গানে ট্রাম্প ও পরবর্তী ফার্স্ট লেডিকে স্বাগত জানান। এই সংবর্ধনা অনুষ্ঠানে শ পাঁচেক লোকের উপস্থিত থাকার কথা।