আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, অঙ্গিরাজপুত্র বৃহস্পতি ও দৈত্যকুল গুরু শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দাম্পত্য সুখ শান্তি ঐক্য বজায় রাখতে সচেষ্ট থাকুন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। দ্রুতগতির বাহন বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। শিক্ষার্থীরা আনন্দে কাটাবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। পাওনা টাকা আদায় হবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
পরিবারে নতুন মুখের আগমন ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিকস সামগ্রীর পশরা সাজবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি পাবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় উপার্জনের মাত্রা কমবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা হবে। মনকষ্ট মনবেদনা মন চঞ্চলতা বাড়বে। গুপ্ত ও স্বজন শত্রুদের আনাগোনা বাড়বে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লাইফস্টাইল বদলাবে। ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেম রোমন্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। শ্র্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। জীবিকার ভিত মজবুত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে। আয় উপার্জনের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। পিতামাতার সহযোগিতা ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। ধারকর্জ ঋণ মুক্তির পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সপরিবারে কাছ পীঠে ভ্রমণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।