মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কার্যকরভাবে বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। এ ঘোষণার ফলে বিদেশি সাহায্য ব্যয় নাটকীয়ভাবে হ্রাস করা ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিবৃতিতে বলেছেন, শুক্রবার পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডি কংগ্রেসকে তাদের পুনর্গঠনের অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছে। যার মধ্যে ১ জুলাই, ২০২৫-এর মধ্যে ইউএসএআইডির কিছু পুনর্গঠন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, পররাষ্ট্র দপ্তর প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন ইউএসএআইডির অবশিষ্ট কার্যক্রম বন্ধের পরিকল্পনা করছে। দুর্ভাগ্যবশত, ইউএসএআইডি অনেক আগেই তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। ফলস্বরূপ, লাভ খুব কম ছিল এবং খরচও খুব বেশি ছিল। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেন। এরপর বিভিন্ন ইউএসএআইডি কর্মসূচিতে নাটকীয় কাটছাঁট করা হয়। তবে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার জন্য কিছু ছাড় দেওয়া হয়। সাহায্য বন্ধের এ সিদ্ধান্ত ১৯৬১ সালে মার্কিন কংগ্রেসের একটি আইনের মাধ্যমে তৈরি স্বাধীন সংস্থাটিতে হতবাক ও হতাশার সৃষ্টি করেছে। সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির ডেমোক্র্যাটরা এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, পুনর্গঠনের ফলে ‘কেবল ইউএসএআইডি’র যে কোনো বহাল থাকা কর্মসূচি বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে না, বরং পররাষ্ট্র দপ্তরের ওপর চাপিয়ে দেওয়া হবে। তারা আরও বলেন, এ প্রস্তাবটি অবৈধ, বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। বন্ধ হওয়ার আগে সংস্থাটি প্রায় ৪৩ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পরিচালনা করত; যা বিশ্বের মানবিক সহায়তার ৪০ শতাংশের বেশি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই এর বেশির ভাগ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছিল। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের মতে শুক্রবার এক স্মারকলিপিতে ইউএসএআইডি কর্মীদের আইন অনুসারে বাধ্যতামূলক নয়, এমন সমস্ত চাকরি বাদ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। স্মারকলিপিতে স্বাধীন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান জেরেমি লুইন বলেছেন, পররাষ্ট্র দপ্তর আগামী মাসগুলোয় ইউএসএআইডির বেশির ভাগ স্বাধীন কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করেছে। নিউইয়র্ক পোস্ট ও আলজাজিরা
শিরোনাম
- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে : এ্যানি
- ঠাকুরগাঁও কারাগারে ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ওয়ানডে সিরিজেও কিউইদের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়
- সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি সমস্যা উত্থিত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- বাণিজ্য চুক্তি চূড়ান্তে বিমসটেক সদস্যদের সহযোগিতা চাইল বাংলাদেশ
- গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২
- ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪৫
- ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’
- দুই দিনেও মেরামত হয়নি খোলপেটুয়া নদীর বাঁধ, পানিবন্দি ১১ গ্রাম
- লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার
- বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- পুতুল নাচের নামে অশ্লীলতা, গুঁড়িয়ে দিল প্রশাসন
- দর্শনীয় স্থান ঘুরে লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ঈদ আনন্দ
- চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না : তথ্য উপদেষ্টা
- মধ্যপ্রাচ্যে আরও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া
- ঢাকার বাতাস আজ কতটা অস্বাস্থ্যকর?
- সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ১৫
- কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ইউএসএআইডি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর