আজ ২৯ রমজান। আজ রবিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্যাপিত হবে আগামী পরশু মঙ্গলবার। খোশ আমদেদ ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের আনন্দ দোরগোড়ায়। জাতীয় ঈদগাহসহ সারা দেশের মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসলমানদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে, নিশ্চিত হওয়া যাবে আজ সন্ধ্যায়। এ জন্য সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ নির্ধারণ করা হবে। সেখানেই পর্যালোচনা করে নির্ধারণ করা হবে খুশির ঈদের তারিখ। রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানীতে হাই কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিচারপতি, মুসলিম বিশ্বের কূটনীতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে এবারই প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এখানে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়। ৯টায় শুরু হবে ঈদ আনন্দ মিছিল। একই সঙ্গে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ ছাড়া ঈদ আনন্দ মিছিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আজ ঈদ : ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন গত রাতে এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখল।