ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্ট যে উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতা শহীদ হয়েছেন সে উদ্দেশ্য পূরণ হয়নি। এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে। জনসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
গতকাল বিকালে কুতুবদিয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যাগে উপজেলা গেটের সামনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো অবস্থাতেই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ সরকার ভুল করলে আমরা আবারও সংকটে নিমজ্জিত হব। সরকারও নিমজ্জিত হবে এবং দেশ রসাতলে যাবে। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুতুবদিয়ার সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম প্রমুখ।