পাঁচ প্রজন্মের পাঁচ অভিনয়শিল্পীকে এক ছাদের নিচে এনে নাটক বানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকের নাম ‘তোমাদের গল্প’। নাটকটি প্রচার হবে এবারে রোজার ঈদে। ইতোমধ্যে শেষ হয়েছে দৃশ্য ধারণের কাজ।
নির্মাতা রাজ জানিয়েছেন, ‘তোমাদের গল্প’ নাটকের শুটিং করা হয়েছে নরসিংদীতে। এতে অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকের গল্প নিয়ে রাজ বলেন, "একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। শহরের মানুষ ঈদে গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমি অবলম্বন করে এগিয়ে যাবে নাটকের গল্প। এবারের ঈদুল ফিতরে দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।"
'তোমাদের গল্প' নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে থাকছে একটি নতুন গান। জনি হকের লেখা গানটি গেয়েছেন আরফিন রুমি, সংগীত আয়োজনও করেছেন তিনি।
নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। ঈদের সময়ে নাটকটি প্রচার হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ