পুরো নাম ফারুক আহমেদ সুমন। কিন্তু গানের জগতের মানুষ তাকে এফ এ সুমন নামেই চেনেন। ‘জানরে তুই’, ‘ঘুম পাড়ানি বন্ধু’, ‘ভিতর কান্দে সখী আমার’, ‘জাদু রে’, ‘বন্ধু রে তোর বুকের ভেতর’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী তিনি। নিয়মিত গান করছেন। তাঁর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
নতুন গানের খবর দেবেন কি?
নতুন অনেক গান আসবে। যেগুলো ঈদের জন্য করছি। তাও প্রায় ৫-৬টা গান। আশা করছি সব শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।
গানগুলো কি ভিডিও আকারে প্রকাশ হবে?
হ্যাঁ। ভিডিও আকারেই সব প্রকাশ হবে। এর মধ্যে ৩টি গানের কাজ কমপ্লিট। আরও ২-৩টা প্রস্তুত হবে শিগগিরই। সবটির চিত্রায়ণ ঢাকায় হয়েছে।
নতুন বছরে যেসব গান প্রকাশ করেছিলেন সেগুলোর সাড়া কেমন ছিল?
খুবই ভালো। এ বছরে দুটি গান বেশ ক্লিক করেছে। শ্রোতাদের কাছে ‘মায়া বড় কঠিন’ এবং ‘ওরে আমার জান’ গান দুটি ভালো লেগেছে। আমার ভক্তরা গানগুলো দিয়ে টিকটক ও ইউটিউবে রিল, কনটেন্ট বানিয়ে ছেড়েছে। আর গান দুটিও কিন্তু টিকটক-ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল।
এখনকার ইন্ডাস্ট্রি নিয়ে কী বলবেন?
গানের জন্য এখনকার মিউজিক ইন্ডাস্ট্রি বেশ উপযোগী। তবে গান করতে হবে। লাভজনক তো হচ্ছে। পারসোনাল প্ল্যাটফরমে তাই শিল্পীরা বেশি গান প্রকাশ করছে। আসলে ভালো গান করলে ফিডব্যাক কিন্তু আসবেই।
আপনার ইউটিউব চ্যানেলের খবর কী?
২০১৮ সালে চ্যানেলটি খুলেছিলাম। প্রায় সাত বছর তো হলো। তবে তেমন করে মনোযোগী ছিলাম না চ্যানেলটি নিয়ে। এখন হব। রোজার মাসে যতগুলো গান করার প্ল্যান রয়েছে, সেগুলো শেষ করে নিজের চ্যানেলের জন্য গান প্রস্তুত করব। কারণ, অন্যের জন্য গান দেওয়ার থেকে নিজের চ্যানেলে দেওয়া ভালো। দুটি গান চ্যানেলের জন্য প্রস্তুতও রয়েছে। সামনে ভিডিও আকারে গানগুলো ছাড়ব।
এত হিট গান উপহার দেওয়ার পরও প্লেব্যাকে নেই কেন?
এসব নিয়ে বলতে মন চায় না। আমাদের দেশটাই যেন কেমন! বাজে প্রাকটিস হচ্ছে সর্বত্র। আসিফ ভাই, মনির ভাইয়ের জেনারেশনের পর আমার কিন্তু সবচেয়ে বেশি হিট গান রয়েছে। আমার সলো গানই বেশি হিট। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি নেই। কেন নেই? জানি না। হয়তো আমার কানেকটিভিটি কম সবার সঙ্গে। এই এরকম সম্পর্ক স্থাপন করতে আমারও মন টানে না। যদি কোনো ছবির জন্য আমাকে প্রয়োজন হয় তাহলে কেন আমাকে নেবে না?
রোজার মাসে অনেকে ইসলামি গানে মনোযোগী হয়...
আমি কখনোই বাণিজ্যিকভাবে ইসলামি গান করিনি। আমি নিজের টাকা খরচ করে গান করেছি। আর আমার কিন্তু প্রতিদিন কাজ থাকে। এটা আল্লাহর রহমত বলা যায়। এই রোজার মাসেও প্রতিদিন ব্যস্ত থাকব। আর প্রতিটি মাসেই তো আমার গান আসে। অনেক ব্যস্ত থাকি। মহান আল্লাহর কাছে এজন্য শুকরিয়া।