এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তাঁর কাজ নিয়ে বরাবরই সবার আগ্রহ থাকে। এরই মধ্যে ভালোবাসা দিবসে বেশ কিছু কাজ করেছেন তিনি। তার মধ্যে অন্যতম ‘যদি তোমারে না পাই’। স্ক্রিপ্ট ও নির্মাণ করেছেন সেতু আরিফ। নির্মাতা সেতু আরিফ জানান, ‘নাটকটির কসসেপ্ট ইউনিক বলব না, তবে দর্শকদের টানবে। গল্পে একটু টুইস্ট রেখেছি। সামিরা খান মাহি ও খায়রুল বাসার তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন কাজটি ভালো করার। আশা করছি, সবার কাছে উপভোগ্য হবে নাটকটি।’ এটি ২০ তারিখে ভার্সেটাইল মিডিয়ায় প্রকাশ হবে বলে জানা যায়।