বয়স ৯০ পেরোলেও নিজের সুরেলা কণ্ঠে মঞ্চ জমিয়ে দিতে পারেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। এদিকে ব্যক্তিগত জীবনে কিংবদন্তি সুরকার আর ডি বর্মণের স্ত্রী তিনি। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ক্যারিয়ার সম্পর্কে নানান কথা বলেন আশা। মঞ্চে আবেগ পুরো বিষয়টা দখল করে রাখে।গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে। স্মৃতিগুলো ভেসে আসে সেই রাত এবং চিঠিগুলো, বালিশের কাছে রাখা সেই গোলাপগুলো। শ্রোতারাও তাঁদের নিজস্ব অতীতকে পুনরুজ্জীবিত করে, তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করে। ৯১ বছর বয়সি ভোঁসলে তাঁর সবচেয়ে বড় ইচ্ছার কথাও সবার সঙ্গে ভাগ করে নেন। বলেন, ‘আমি আমার পুরো জীবন গেয়েছি। আমি মাত্র তিন বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করি। প্লেব্যাক গান করছি ৮২ বছর হয়ে গেছে। আর এখন ইচ্ছা হলো- আমি গাইতে গাইতে মরতে চাই। এটাই আমাকে সবচেয়ে সুখী করবে।’