ছাত্র-জনতার আন্দোলনে দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন অবসানের ছয় মাস পূর্ণ হয়েছে। হাজারো শহীদের প্রাণ আর অসংখ্য মানুষের রক্তঝরা ত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারের দুর্নীতি-দুঃশাসনে ধ্বংস হওয়া রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কার কর্মযজ্ঞ চলছে। এসব কিছুর মূল লক্ষ্য- অবাধ, সুষ্ঠু, সর্বজনগ্রাহ্য, অবিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া। তার প্রস্তুতি সরকার যেমন নিচ্ছে, একইভাবে তৎপরতা চলছে ছোট-বড় রাজনৈতিক দলগুলোতে। প্রধান রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। একই সঙ্গে চলছে তাদের দল গোছানোর কাজ। নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য সমমনাদের সঙ্গে জোট গঠনের প্রচেষ্টা চলছে। পরবর্তী সাধারণ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ভোটের জটিল হিসাবনিকাশ শুরু হয়েছে দলগুলোতে। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আগামী সংসদ নির্বাচনে গেম চেঞ্জার হবেন তরুণ ভোটাররা। যাদের সিদ্ধান্তের ওপর অনেকাংশেই নির্ভর করবে ভোটের ফলাফল। রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। যারা সংখ্যায় প্রায় ৩ কোটি এবং বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। স্বভাবতই দলগুলোর লক্ষ্য থাকবে বিপুলসংখ্যক এই তরুণকে আকৃষ্ট করার দিকে। যাদের অনেকেই ভোটার হওয়ার পর একটা ভালো ভোট হতে দেখেনি। অনেকে ভোটই দিতে পারেনি। চরম বিরূপ ধারণা তৈরি হয়েছে নির্বাচন সম্পর্কে। এ বছরই বা আগামী বছরের মাঝামাঝি যখনই অনুষ্ঠিত হোক সংসদ নির্বাচন, ভোটপ্রার্থীদের এ সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ এ নির্বাচন হবে বিশ্বমঞ্চে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচন কমিশনের পরিচালনায়। আর সেখানে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ থাকবে প্রায় ৩ কোটি তরুণ ভোটারের। যার অধিকাংশই জেন-জি। যারা শুধু মোবাইলে মুখ গুঁজে থাকে না, সারা বিশ্বের সর্বশেষ খবর রাখে। প্রয়োজনে পথে নামতে পারে। বন্দুক-গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে। স্বৈরাচারের পতন ঘটাতে পারে। এসব অনুষঙ্গ মিলিয়ে জাতি আশা করে, আগামী নির্বাচনে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও নিঃস্বার্থ জনসেবার পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য ব্যক্তিরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। যাঁরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করবেন। বন্ধ করবেন ফের কখনো স্বৈরাচার সৃষ্টির পথও।
শিরোনাম
- ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
- শুল্কারোপ তিন মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
- ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে ইবিতে বিক্ষোভ
- অবশেষে চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
- নড়াইলের হত্যা মামলার দুই আসামি যশোরে গ্রেফতার
- যুব মহিলা লীগ নেত্রী মিশু ও ইতি ৩ দিনের রিমান্ডে
- ১৩০ রান তাড়ায় তামিমের দুর্দান্ত সেঞ্চুরি
- ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ
- ফুটবল ম্যাচে উৎসবের রঙ, ঈদ পরবর্তী মিলনমেলা
- প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী
- গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ
- মহেশপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সৎমামা গ্রেফতার
- গাজায় নির্মম গণহত্যা : প্রতিবাদমুখর যশোর
- গাজায় গণহত্যার বিরুদ্ধে দুমকিতে মানববন্ধন
- সচিবালয়মুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা
- রাজবাড়ীতে হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর
- স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার
- বৃষ্টির আভাস রাজশাহী-চট্টগ্রামে, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
- ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল রাবি
- গাজায় নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফরিদপুর
ক্ষমতার চাবি তারুণ্যের হাতে
স্বৈরাচার সৃষ্টির পথ বন্ধ হবে এবার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর