লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা আহত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটে গুলি লেগেছে এবং গুলি প্রবেশ ও বের হওয়ার চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ কুমার দাস বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”
এদিকে, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।”
বিডি প্রতিদিন/আশিক