বগুড়ার গাবতলি উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শেষে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির শাহিন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “এই গ্রাম নিয়ে ও এখানকার মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে শত ষড়যন্ত্রের মাঝেও বিদ্যালয়টি আজ পুরো বগুড়ায় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। হাজারো পরিবারের মাঝে শিক্ষা ও আলো ছড়িয়েছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পদ্মপাড়ায় উচ্চ বিদ্যালয় ও কলেজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মাহবুব রহমান।
স্বাগত বক্তব্য রাখেন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। প্রাক্তন ছাত্র ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক শওকত আলী প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ জালাল উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক (সোন্দাবাড়ি আজাদিয়া উচ্চ বিদ্যালয়) শাহজাহান আলী খন্দকার, গাবতলি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মহন, বগুড়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এএইচএম নুরুল আনোয়ার, কৃষি ব্যাংকের ম্যানেজার জোহা খন্দকার, বিএমবিএর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, মহিলা ক্রিকেট দলের সদস্য শারমিন সুলতানা, মাকসুদুল আলম মাসুম ও মফিজুল আলম সৈকত।
পুনর্মিলনীতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা পরিণত হয় স্মৃতিচারণের আবেগঘন পরিবেশে।
বিডি প্রতিদিন/আশিক