বরিশালের গৌরনদীতে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রাজিব হোসেন জানিয়েছেন। জরিমানা দেওয়া কসাই হলেন উপজেলার আশোকাঠি বাজারের মো. বাবুল।
নির্বাহী হাকিম জানান, ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে সভা করে প্রতি কেজি গরুর মাংস সাত থেকে সাড়ে ৭শ’ টাকা মুল্য নির্ধারন করে দেয়া হয়। কিন্তু বাবুল কসাই আটশ টাকা কেজি দরে মাংস বিক্রি করে। একাধিক ভোক্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান করা হয়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মাংস বিক্রেতা বাবুল কসাইকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি।
বিডি প্রতিদিন/এএম