প্রটোকল ছাড়াই বাইসাইকেলে বাগেরহাটের শরণখোলা ও মোংলা ঘুরেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। শুক্রবার (২৮মার্চ) সন্ধ্যায় দূতাবাসের আরো তিন সফর সঙ্গীসহ বরিশাল থেকে বাইসাইকেল চালিয়ে শরণখোলায় আসেন তিনি।
শরণখোলা উপজেলার রায়েন্দা সদরের কদমতলা রোডে অবস্থিত ‘অগ্রদূত ফাউন্ডেশন’ গেস্ট হাউসে রাত্রিযাপন শেষে শনিবার (২৯মার্চ) সকাল সাড়ে ৬টায় মোংলার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস বাইসাইকেলযোগে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা থেকে আমড়াগাছিয়া, পহলানবাড়ি এবং মোরেলগঞ্জের পল্লীমঙ্গল বাজার ও কেয়ার বাজার হয়ে মোংলার জয়মনি যান।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ জানান, ওয়াইলড টিম কনজারভেশন বায়োলজি সেন্টার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন ভ্রমণের জন্য বাইসাইকেলে চালিয়ে শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেস্ট হাউসে রাত্রিযাপন করেন। শনিবার সকালে রাষ্ট্রদূত সাইকেলে মোংলার জয়মনির উদ্দেশে রওয়ানা হন। যাত্রাপথে রাষ্ট্রদূত কোনো পুলিশ প্রটোকল গ্রহণ করেননি। এমনকি শরণখোলায় অবস্থানকালীন কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ অথবা বৈঠকেও অংশগ্রহণ করেননি।
ওয়াইল্ড টিম মোংলার জয়মনির প্রতিনিধি সোহেল আহমেদ বলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সাইকেল চালিয়ে শনিবার সকাল ১১টায় জয়মনি পৌঁছে ‘টাইগার হাউস’ রেস্ট হাউসে ওঠেন। তার সঙ্গে দূতাবাসের আরো তিন কর্মকর্তা রয়েছেন। দুপুর ১২টার দিকে রাষ্ট্রদূত ইঞ্জিন চালিত নৌকা নদী পথে সুন্দরবনের হাড়বাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্র ভ্রমণে যান। সুন্দরবনের এই ইকোট্যুরিজম কেন্দ্র ভ্রমণ শেষে সন্ধ্যায় ফিরে মোংলার জয়মনির ঘোলে ‘টাইগার হাউস’ রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন। রবিবার দুপুরে আন্দ্রে কার্সটেনস জয়মনি থেকে বরিশাল যাবেন। সেখান থেকে নৌপথে তিনি ঢাকা রওনা হবেন।
বিডি প্রতিদিন/মুসা