কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া ও মাটিয়াতলি এলাকার একাধিক মামলাসহ পলাতক আসামি এবং সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মার্চ) দুপুরে র্যাব-১৫, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ রুমালিয়ারছড়া ৬ নম্বর ওয়ার্ডস্থ প্ল্যানকাটা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেফতার করে। সে মাটিয়াতলী এলাকার মৃত ছালেহ আহম্মদের পুত্র।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কক্সবাজার শহরের চাঞ্চল্যকর অপরাধী। সে দক্ষিণ রুমালিয়ারছড়া ও মাটিয়াতলি এলাকার অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী।
তার নামে একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যা কক্সবাজার শহর, দক্ষিণ রুমালিয়ারছড়া ও মাটিয়াতলি এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।
তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক