জুলাই বিপ্লবে যশোরে শহীদদের পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ দফায় অনুদানের চেক পেয়েছেন ২৫ জন শহীদের পরিবার ও আহত ৫ জন।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান উপস্থিত ছিলেন।
অনুদানের চেক বিতরণের পর সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, যে ইচ্ছা ও আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ইচ্ছা ও আকাঙ্খার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার ইচ্ছা ও আকাঙ্খা বাস্তবায়নে ব্যর্থ হলে এত জীবনহানি, রক্তদান সব বৃথা যাবে।
বিডি প্রতিদিন/জামশেদ