ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা মো. ইয়াকুব আলী (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারের জুতার দোকানের মালিক।
ঈদের দিন সোমবার রাত আটটার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে রাত ১০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাওলানা ইয়াকুব আলীর ৮ ও ৫ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। আলগী ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুকনী গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা ইয়াকুব আলী ঝাটুরদিয়া বাজারে জুতার ব্যবসা করতেন। সোমবার রাত আটটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাজারের উল্টো দিকে আলগী ইউনিয়নে তার বাড়ী। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মঙ্গলবার সকালে মারা যান।
বিডি প্রতিদিন/এএম