কিশোরগঞ্জের কটিয়াদীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত হাকিম মিয়া (২৫) উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সোমবার (ঈদের দিন) রাত ১ টার দিকে ভুক্তভোগীর বসতঘরে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী ঐ নারী তিন সন্তানের জননী বলে জানা গেছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ভুক্তভোগীর স্বামী স্থানীয় বাজারের চা দোকানি ও নৈশ প্রহরী। সোমবার রাতে বাজারের ডিউটিতে চলে যাওয়ার পরে সন্তানদের নিয়ে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন ঐ নারী। রাত ১ টার দিকে আসামি হাকিম কৌশলে জানালার ছিটকিনি খুলে মুখোশ পরে ঘরে ঢুকে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঐ নারীকে ধর্ষণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মুখের মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ঐ নারী।
মঙ্গলবার ভিকটিম নিজেই হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম