ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যায় এটাই স্বাভাবিক। প্রকৃতির রূপ বদলের পালায় ফাল্গুন পেরিয়ে চৈত্রের শেষ যাত্রা শুরু হয়েছে। গাছ থেকে পাতা ঝরার খেলা চলছে বেশ কয়েকদিন আগেই। নতুন পত্রপল্লবে প্রকৃতি মুখরিত হবে বলেই পাতা ঝরে। এটাই প্রকৃতির নিয়ম।
রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ ক্যাম্পাস দেখা মিলল পাতা ঝরে নতুন পাতার আগমনী বারতা।
কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, প্রকৃতির নিয়মে নতুন পাতা গজিয়ে সজীব হয়ে উঠবে বৃক্ষ। বৃক্ষের সজীবতার সাথে ঈদ আনন্দ সবার মাঝে সজীবতা এনে দিবে এই প্রতাশা করছি।
বিডি-প্রতিদিন/বাজিত