কক্সবাজারের টেকনাফে কেফায়েত উল্লাহকে (২৭) নামে অপহরণ ও মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কেফায়েত উল্লাহ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের নুর হোছন ওরফে হোসেনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও মানবপাচারসহ ১১টি মামলা রয়েছে।
তিনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিনের নির্দেশনায় টেকনাফ থানার একটি টিম ২৭ মার্চ দিনগত রাতে টেকনাফ সদর ইউনিয়নে কেফায়েত উল্লাহর নির্মাণাধীন নতুন সেমিপাকা বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে তিনটি দেশীয় এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম