ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় খোকন তরফদার (৫৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, খোকন তরফদার সকালে বাইসাইকেল যোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম