মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত গিলন্ড মুন্নু ক্যাফেএন্ড রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোকছেদুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম আবেদীন কায়সার, এ্যাড আতোয়ার রহমান খান ফরিদ, এ্যাড আ ত ম জহিরুল আলম লোদী.
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, প্রেস ক্লাবের উপদেষ্টা গোলাম ছানোয়ার ছানু, আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব সাহানুর ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ