চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৬ নারীসহ ৮ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, নূরুল ইসলাম, মাসুদ, নুরেশা, মটরী, হালিমা, অজেদা, নাসিমা ও শারমিন। এদের মধ্যে অজেদা নামে এক নারীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে জেলার নাচোল উপজেলার সূর্যপুর এলাকায়। জানা গেছে, নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের নূরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে তার চাচাতো ভাই তোফাজ্জল ও মোফাজ্জলের। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির রাস্তায় গম শুকাতে দেয়াকে কেন্দ্র করে বাড়ির মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চুলোচুলি শুরু হয়। পরে বাড়ির পুরুষরাও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮জন আহত হন।
নাচোল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এঘটনায় থানায় কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম