উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদে কর্মরতদের গ্রেড (১০ম হতে ৯ম) উন্নীতকরণের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবদুর রাশিদ ফকির ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২০/২৫ বছর যাবত একই পদে চাকুরী করছেন। বেশিরভাগ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। পদমর্যাদা বৃদ্ধি করা হলে পদোন্নতির প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, মামলার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ২০১৪ সনের ৯ মার্চ থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের চূড়ান্ত রায় প্রদান করা হয়। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধায়ক, মেন্টর, মনিটর, এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা হলেন ইউএপিইও। এক্ষেত্রে ইউএপিইও এবং প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় ইউএপিইওগণকে দ্রুত ১০ম গ্রেড হতে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ