বগুড়া শহরের রেলওয়ে বস্তির হাড্ডিপট্টি এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক দিয়েছে ভাসমান স্কুল পথের দিশা। আজ শনিবার (২২ মার্চ) সকালে অর্ধশতাধিক শিশুদের মাঝে এসব পোষাক বিতরণ করা হয়। এ সময় নতুন জামা পেয়ে আনন্দে মেতে ওঠে ওই এলাকার শিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমুখ। এদিন ৫০ জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে রেলস্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ‘পথের দিশা ভাসমান স্কুল’। প্রতি বছর ঈদে নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণসহ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছে তারা।
বিডি প্রতিদিন/জামশেদ