বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় মহাদেবপুরের স্থানীয় রোকেয়া কমিউনিটি সেন্টারে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক একেএম নমিনুল হক সানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মতিউর রহমান মতি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ