বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণহত্যাকারী ও গণশত্রু আওয়ামী লীগকে নিয়ে চলমান আলোচনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ছাত্র গণঅভ্যুত্থানে রক্তের বন্যায় আওয়ামী লীগ ভেসে গেছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনও অধিকার বা সুযোগ নাই।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে হালুয়াঘাট পৌর বিএনপির ৭, ৮, ৯ নং ওয়ার্ড শাখায়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলের অংশ হিসেবে হালুয়াঘাটে উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই আলোচনা অভ্যুত্থানে শহীদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ