ভোলার চরফ্যাশন প্রেস ক্লাবের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ আসর প্রেসক্লাব সভাপতি নাসিউর রহমান শিপু ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ ন ম, আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি উপজেলা বিএনপির আইন বিষযক সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ্ মাতব্বর, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরীকুল ইসলাম, জামায়াতে ইসলাম উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মীর শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আলহাজ্ব কামরুজ্জামান শাহিন।
আরও উপস্থিত ছিলেন গণঅধিকার উপজেলা শাখা সভাপতি এমটিআই মাসুদ চৌধুর এডভোকেট তরীকুল ইসলাম, এডভোকেট এনামুল হক রায়হানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাশন চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক শহীদুল ইসলাম দুলাল।
ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা ওলামা দলের সভাপতি ও সাবেক চেযারম্যান মাওলানা রফিকুল ইসলাম আসলামী ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ