ঈদে পোশাকের বাজার নিয়ন্ত্রণে রাখতে নওগাঁয় নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নওগাঁ শহরের শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিদেশি পোশাক বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে বিদেশি পোশাক বিক্রি করে এবং দামও তুলনামূলক বেশি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা। তারা ভারতীয় এবং চায়না বলে যেসব পোশাক বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশি পোশাক ক্রয়ের কোন ভাউচার দেখাতে পারেনি। যে রেজিস্ট্রার তারা দেখিয়েছে তারা হাতে-কলমে লিখেছেন। কিন্তু কোন ভাউচার দেখাতে পারেনি এবং রেজিস্ট্রারকে তারা ভাউচার বলে দাবি করছে। যেখানে তারা নিজেদের মতো করে মূল্য নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, এ কারণে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৪ ধারায় প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান অব্যহৃত থাকবে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ