ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডা. শাহিন জোয়ারর্দারকে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার মৌচাক এলাকার ফরচুন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুত্তাকিন পশ্চিম খাবাসপুর এলাকার আলমগীর হোসেনের পুত্র। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, গত বছরের ২৪ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান শাহিন জোয়ারর্দার এর উপর অর্তকিত হামলা করা হয়। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই চিকিৎসকে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহিন জোয়ারর্দার এর স্ত্রী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। কোতয়ালী থানার এসআই ফাহিম এর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মুত্তাকিনকে গ্রেফতার করে।
তদন্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় ৬ জন আসামির মধ্যে এর আগে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ