নোয়াখালীর সদর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। বুধবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
এর আগে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে।
গরু চোর সন্দেহে আটক যুবকের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে।
আন্ডারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, গত দুইদিন আগে সোমবারে গরু চোর সন্দেহে একজন যুবককে গণপিটুনি দিয়ে আটক করেছে। পরে আর কি হয়েছে জানা নেই।
জানা যায়, উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । গণপিটুনির শিকার চোরকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
বিডি প্রতিদিন/এমআই