প্রাণীসম্পদ বিভাগের এআই টেকনিশিয়ানদের চাকরি রাজস্বকরণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ভুক্তভোগী টেকনিশিয়ানরা।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি এ কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে গিয়ে অবস্থান করে।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তারা নামমাত্র স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে আসছেন। প্রকল্প বন্ধ হলেও তাদের কাজ বন্ধ হয়নি। ৯ মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর এক দফা আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারী দেন বক্তারা।
অন্যান্য দাবি গুলো হলো, ইউনিয়নে একাধিক নিয়োগ বাতিল, কৃত্রিম প্রজনন টার্গেট বাধ্যতামূলক বাতিল, চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত, সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ, মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত ও সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের নিয়োগ প্রদান করা।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে তিন জেলার প্রায় দুই শতাধিক টেকনিশিয়ান অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ