বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরশাসক বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে উঠে একটি অভ্যুত্থান করেছেন। ছাত্ররা সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে।
এখন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব নয়। বিএনপি দেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বিএনপি সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।
রবিবার (১৬ মার্চ) কিশোরগঞ্জের নিকলীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিকলী কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত অনুষ্ঠানে যুবদলের সদস্য কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি ও জেলা বারের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারার ইখতিয়ার আহমেদ আরিফ, উপজেলা জিসাসের সভাপতি মিয়া হোসেন, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা