বরিশালের মেঘনা নদী থেকে ১০ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের অভিযানে এই জাটকা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, "ইলিশ অভয়াশ্রমে দুই মাসের শিকার নিষিদ্ধ থাকার কারণে নিয়মিত টহলের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালানো হয়।" একপর্যায়ে মেঘনা নদীতে বেহুন্দি জাল দিয়ে ধরা বিপুল পরিমাণ জাটকা একটি ট্রলারে পাওয়া যায়। সেখান থেকে ১০ মন জাটকা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এতিমখানা ও দুস্থদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়। অভিযানে নৌ-পুলিশের একটি দল সহায়তা করে।
বিডি প্রতিদিন/আশিক