বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘চাঁদাবাজি করা হলো আওয়ামী লীগের কাজ, বিএনপির নয়। দলের ভেতর যারা খারাপ কাজ করছেন, শৃঙ্খলা মানছেন না, সেটা জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী। তারা জিয়ার আদর্শের লোক বলে দাবি করতে পারেন না।’
মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, ‘গত ১৭ বছর লড়াই করে আমরা একটা সুন্দর সময়ে উপনীত হয়েছি। ভোটাধিকার আপাতত না থাকলেও এখন আর অন্তত গুম-খুনের ভয় নেই। এই দিক থেকে আমরা ভালো আছি। জুলাই বিপ্লব ও তার আগে হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে অর্জিত এই সুন্দর সময় যেন আমাদের ভুলের কারণে কিংবা বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে না যায়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি দেশের সবচেয়ে জননন্দিত ও বড় দল। আমরা পরিশ্রম করে আমাদের ভাগ্যের পরিবর্তন করবো।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে দেশপ্রেম ও কর্মনিষ্ঠা। আমাদের নেতা হচ্ছেন তারেক রহমান। আমরা তার রাজনীতি করবো, আমরা কোনো ভাইয়ের রাজনীতি করবো না।’
উপজেলা বিএনপি নেতা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, শওকত উল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত