‘রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন’ স্লোগানে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে নোয়াখালী হাতিয়ায় ইভটিজিং ও ধর্ষণবিরোধী প্রতিবাদী মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
হাতিয়া উপজেলা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার (১২ মার্চ) বেলা ১২টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে একটি প্রতিবাদী মিছিল শুরু হয়। এ সময় মিছিলে খুন, ধর্ষণ নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো/ করতে হবে, ধর্ষকেরা ধর্ষণ করে/ প্রশাসন কি করে, আমি কে তুমি কে/আছিয়া আছিয়া বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্বীপ সরকারী কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া, রহমানিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্র মেহেদী হাছান রকি, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ইসমাইল হোসেন তৌকি, আব্দুর রহমান কাউছারসহ বিভিন্ন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের শুধু গ্রেফতার নয়, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিছিলে অংশ নেয় হাতিয়াদ্বীপ সরকারী কলেজ, রেহানিয়া উচ্চবিদ্যালয়, এ এম উচ্চ বিদ্যালয়, চরকৈলাস হাদিয়া মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
বিডি প্রতিদিন/জামশেদ