সারাদেশে নারী নিপীড়ন ও মাগুরায় শিশু ধর্ষণ ঘটনের প্রতিবাদে মঙ্গলবার নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১১ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ওলি উল্যার সভাপতিত্বে ধর্ষকের ফাঁসি ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের নোয়াখালী জেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাও. ফিরোজ আলম।
আরও উপস্থিত সংগঠনের নোয়াখালী জেলা দক্ষিণের সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারাবী, সাধারণ সম্পাদক জাবের আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সাকিব, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক যোবায়ের হোসাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা