মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহিলা দল।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি সিরাজুল হক মোল্লা।
এসময় জেলা মহিলা দলের সিনিয়র সদস্য শাহানা পারভীন, সহ-সভাপতি নুর জাহান বেগম, সহ-সভাপতি শিরিন মাহমুদ, প্রচার সম্পাদক শাহিদা আক্তার, শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মহিলা দল নেত্রী পারভীন আক্তার, ভেদরগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব জিয়াসমিন তালুকদার, নড়িয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, নড়িয়া পৌরসভার আহবায়ক শাহানাজ আক্তার, যুগ্ম আহ্বায়ক সেলিনা বেগম, জাজিরা উপজেলা মহিলা দলের সদস্য সচিব লিমা মাহমুদ, সদর উপজেলার নেত্রী সালমা আক্তারসহ জেলা, উপজেলা ও পৌরসভা মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা