আছিয়া হত্যা চেষ্টাকারী ও ধর্ষকের মৃত্যুদণ্ড প্রদান এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সকল ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কারমাইকেল কলেজের ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে শিক্ষার্থীদের একটি মিছিল লালবাগ, খামার মোড় প্রদক্ষিণ করে।
পরে লালবাগের বাঘ ভাস্কর্যের সামনে মানববন্ধন সমাবেশ বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক নাবির হোসেন, শিক্ষার্থী রিনা মুরমু, মিথিলা, কেয়া, হ্যাপী।
এ সময় বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের বড় অংশগ্রহণ ছিল। তখন তারা রাতের বেলা ঘর থেকে বেরিয়ে আন্দোলন করলেও কোন ধর্ষণ কিংবা নির্যাতনের ঘটনা ঘটেনি। জনতার সরকারের আমলে কেন একের পর ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা থাকলেও দৃশ্যমান তেমন কোন উদ্যোগ আমরা দেখতে পারছি না।
বিডি প্রতিদিন/নাজমুল