ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ও ৫ দফা দাবিতে রংপুরে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার তারা কর্মবিরতি, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন।
এদিন সকালে রংপুর মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থী ও ইন্টার্নদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা।
এতে বক্তব্য রাখেন, ইন্টার্ন চিকিৎসক ডা. আবু রায়হান, ডা. আনাস মাহমুদ, পোস্ট গ্রাজুয়েট ডা. তাসকিন বিন মাহমুদ রাফিদ, ডা. ফরহাদ আক্তার, মেডিকেল শিক্ষার্থী ফাহিম তাজওয়ার, তৌহিদ ইসলাম, ডা. মাহমুদুল হাসান, ডা. আরিফ হাসনাত।
এ সময় বক্তারা বলেন, চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা ও অস্তিত্বের প্রশ্নে প্রায় ২০ দিন ধরে আন্দোলন চলছে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি বাস্তবায়নে কোন সাড়া পাওয়া যায়নি। ফলে চিকিৎসক সমাজ হতাশ হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আউটডোরের পর সকল বিভাগের সেবা বন্ধ করে জোরালো আন্দোলনে নামতে বাধ্য হবে চিকিৎসকরা।
এদিকে ৫ দফার আন্দোলনকে ঘিরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল আউটডোর সেবা কার্যক্রম বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে করে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে ফিরে গেছেন। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে থাকা মেডিকেল শিক্ষার্থীদের সাথে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
ওদিকে ৫ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করেছে প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাসিফ।
এ সময় উপস্থিত ছিলেন, আর্মি মেডিকেল কলেজের ডা. নাহিদ, ডা. রাফি, প্রাইম মেডিকেল কলেজের ডা. নাইম, ডেন্টাল কলেজের ডা. সাদসহ অন্যরা। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ