বরিশালে যুবদল নেতা সুরুজ গাজি হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
গ্রেপ্তার হওয়া শাহিন সরদার বরিশাল নগরীর গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে। তিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, আধিপত্য বিস্তারের জের ধরে গত ২ মার্চ নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় আরও একজন আহত হন। তাদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সুরুজকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় নিহতের ভাই শাহিন গাজী বাদী হয়ে শাহিন সরদারকে প্রধান আসামি করে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন।
চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত করে প্রধান অভিযুক্ত শাহিন সরদার ঢাকা মাদারটেক এলাকায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হয়। পরে র্যাব-৩ এর সহায়তায় শনিবার দিনগত গভীর রাতে শাহিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, হত্যার শিকার সুরুজ ও প্রধান আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী। তাঁদের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এছাড়াও আরও কোনো কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সুরুজ হত্যার সকল আসামিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার দুপুরে কাউনিয়া হাউজিং এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক ও সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আতাউর রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ